উত্তর যাত্রাবাড়ি ধলপুর ঢাকা বাংলাদেশ

উত্তর যাত্রাবাড়ি ধলপুর ঢাকা বাংলাদেশ যাত্রবাড়ি ঢাকা শহরের একটি থানা। ১৯৫০ সালে যাত্রাবাড়ি ছিল একটি নিভৃত পল্লী। যাত্রাবাড়ি এলাকাটি একসময় ব্রাক্ষ্মণচিরণ মৌজার অন্তর্ভুক্ত ছিল। যাত্রাবাড়িসহ বিরাট একটি এলাকা ব্রাক্ষ্মণচিরণ নামে পরিচিত ছিল। ব্রাক্ষ্মণচিরণ এলাকার একটি বাড়িতে যাত্রামন্ডপ ছিল। প্রায়ই সেখানে যাত্রাপালা হতো। একমাত্র যাত্রাই ছিল চিত্তবিনোদনের উৎস। তাই যাত্রার প্রতি লোকজনের আগ্রহ ছিল বেশি। যে বাড়িটিতে যাত্রামন্ডপটি অবস্থিত সেটিকে লোকজন তখন যাত্রাবাড়ি নামে ডাকতো। সেই থেকেই এলাকাটির নাম যাত্রাবাড়ি হিসাবে পরিচিত হয়। কপিরাইট ও সংরক্ষণ | সুজন আরফিন ঢাকা শহরের একেবারে পাশেই অবস্থিত ছিল যাত্রাবাড়ি। পাকিস্তান আমলেও যাত্রাবাড়ি ছিল নিভৃত পল্লী। তবে সেখানে গ্রামের মতো পরিবেশ ছিল। ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য তরকারী প্রচুর ফলতো সেই এলাকায়। তবে যাত্রাবাড়ি সহ যাত্রাবাড়ির অন্তর্ভুক্ত এলাকার বর্তমান চিত্র সম্পূর্ণই অন্যরকম। সময়ের সাথে সাথে পাল্টে গেছে যাত্রাবাড়ি এলাকার পরিধি। বর্তমানে যাত্রাবাড়ি এলাকাটি উত্তর ও দক্ষিণ যাত্রাবাড়ি নামে দুভাগে পরিচি...